খানাখন্দভরা রাস্তায় জলাশয়ের রূপ নিয়েছে
এগরা-২ ব্লকের বালিঘাই বাজারে যাওয়ার পীচরাস্তার নাড়ীভুঁড়ি বেরিয়ে দফারফা অবস্থা। বালিঘাই ফকির দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,বিডিও অফিস, বাজার,অন্যান্য অফিস, সব্জী, শুকনোমাছ সহ অন্যান্য ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র স্হল হল গুরুত্বপূর্ণ বালিঘাই মফস্বল শহর। ব্লক কেন্দ্রে রাস্তার এই হালে ছাত্র -ছাত্রী, রোগী, সাধারণ মানুষের ভোগান্তি র শেষ নেই। খানাখন্দভরা রাস্তায় জলাশয়ের রূপ নিয়েছে। প্রশাসন বা পঞ্চায়েতের কোন হেলদোল নেই। অনুদান বন্টন করতে গিয়ে রাস্তাঘাট, ভবন বা সরকারী সম্পদ রক্ষণাবেক্ষণের টাকা সরকারী ভাঁড়ারে নেই। ভাঁড়ে মা ভবানী র অবস্থা। করোনা ও অামফান দুর্যোগ নিয়ে মানুষ জেরবার। জনস্বাস্থ্য ব্যবস্হা নিজেই মুমূর্ষু অবস্থায়। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা র অভাবে রাজ্যের অর্থনীতি অাজ দেউলিয়া। রাজ্যের নুন অানতে পান্তা ফুরিয়ে যাওয়ার দশা।রাস্তাঘাট প্রাথমিক পর্যায়ে মেরামত না করলে পরে ক্ষত বেড়ে যায় ও মেরামতী খরচ বেড়ে যায়।তার উপরে ঠিকাদারের কাজে দুধে জল না জলে দুধ – এই সব বিতর্ক তো নিত্যসঙ্গী।বালিঘাই সহ কাঁথি ও এগরা মহকুমা র সমস্ত রাস্তা মেরামতী র জন্য প্রশাসনিক ব্যবস্হা গ্রহণের দাবীতে জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।