পথ কুকুরদের লকডাউনে খাবার দিচ্ছে সাংবাদিক রাহুল
স্বপন দত্ত , পূর্ব বর্ধমান:অবলা জীব পথকুকুরদের অনেক মানুষই লক ডাউনে খাবার দিয়ে চলেছেন বিভিন্ন জায়গায় । কারণ বহু মানুষই এটা মানেন জীব সেবাই শিব সেবা, প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর বিদ্যমান। স্বামীজী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত , কাটোয়ার রাহুল রায় সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত । বিভিন্ন সময় বিভিন্ন সমাজসেবার কাজেও নিজেকে সময় সুযোগ পেলেই নিয়োজিত করে ও ছুটে গিয়ে অসহায়ের পাশে সাধ্যমত দাঁড়ায়। ইন্ডিয়ান জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিকদের বর্ধমানে রাজ কলেজে ৪ ঠা আগস্ট ২০১৯ এ অনুষ্ঠিত এক কর্মশালায় যোগ দিয়ে রাহুল রায় মানপত্র পেয়ে সম্মানীত হয়। বর্ধমান কাটোয়ার ২ নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রামের রাহুল রায় সময় পেলেই লক ডাউন প্রিয়ডে অবলা জীবদের যেমন পথ কুকুরদের তার সামর্থমত প্রতিদিন তাদের খাবার দিয়ে তাদের বাঁচতে সাহায্য করে চলেছে , এ এক মানবিক মুখ ।।