জেলা

আক্রান্ত রুটিরুজি–আক্রান্ত গণতন্ত্র

“আক্রান্ত রুটিরুজি–আক্রান্ত গণতন্ত্র” সারাদেশে ১৭ থেকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত সি,পি,আই(এম)র কেন্দ্রীয় কমিটির ডাকে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে । পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী১নং ব্লকের বাঁশগোড়া বাজার থেকে কামারদা বাজার পর্যন্ত কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে এবং জনস্বার্থে আশু জ্বলন্ত দাবিগুলো নিয়ে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস, পরিতোষ পট্টনায়েক সহ অন্যান্য নেতৃত্ব গন। লকডাউনের মধ্যে ঝাণ্ডা হাতে পথে নেমে পুরানো জায়গা ফিরে পেতে মরিয়া সি,পি,আই(এম)। রাজ্য সহ গোটা দেশে যখন গেরুয়া শিবির ঝড় তুলেছে, ঠিক সেই সময় নিজেদের উজ্জীবিত করে বাঁচার জন্য মরিয়া হয়ে আদাজল খেয়ে ময়দানে নেমেছে সে, কি, আই এম। তবে বিধানসভা নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে পারবে কি না তা নিয়ে ভাবনা রয়েছে দলের নেতৃত্বদের মধ্যে।

Related Articles

Back to top button