রাজ্য

ঘূর্ণিঝড়ের টাকা তছরুপের অভিযোগ,শাসকদলের নেতা কর্মীদের মধ্যে ভাগাভাগি হচ্ছে সেই টাকা

অভিযোগ করছে বিজেপির নেতৃত্বরা।

প্রদীপ কুমার মাইতি:পশ্চিমবঙ্গে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সাহায‍্যার্থে মানণীয় প্রধানমন্ত্রী রাজ‍্য সরকারের হাতে ১০০০ কোটি টাকা তুলে দিয়েছেন। শাসকদলের নেতা কর্মীদের মধ্যে ভাগাভাগি হচ্ছে সেই টাকা ,অভিযোগ বিজেপির নেতা নেত্রীদের। আর বঞ্চিত হচ্ছে অসহায় ক্ষতিগ্রস্ত সাধারণ পরিবারের মানুষজন। শাসক দলের এই দলবাজি,শোষণ পোষন এর মধ‍্যদিয়ে সাধারণ অসহায় মানুষজনকে বঞ্চিত করার প্রতিবাদে। পটাশপুর ১ ব্লকে । পটাশপুর ১দক্ষিণ মণ্ডলের ভারতীয় জনতা পাটির উদ‍্যোগে । সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া ৪টি অঞ্চলের(১নং গোকুলপুর,২নং নৈপুর,৬নং গোপালপুর ও ১০নং ব্রজলালপুর) ২২০০-২৫০০ পরিবারের পুরনকরা ফর্ম। লকডাউন এর নিয়মবিধি বজায় রেখে বিডিও সাহেবের কাছে জমা দেয়া হয়।
বিডিও সাহেব নিজ দায়িত্বে বিষয়টি খতিয়ে দেখে তার সুব‍্যাবস্থা করার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন পটাশপুর ১দক্ষিণ মণ্ডলের সভাপতি বনমালী পাত্র মহাশয়। ও কায‍্যকর্তাগনক।

Related Articles

Back to top button