জেলা
গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে লকডাউনের মাঝে রক্তদানের উদ্যোগ।
সারা পৃথিবীতে থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস।আর তার জেরে সারা দেশে চলা লকডাউন এর প্রভাবে শুরু হয়েছে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা। বিভিন্ন ব্লাড ব্যাংক ও হাসপাতালে সেই রক্তের চাহিদা মেটাতে নিজেদের সদস্যদের নিয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করে দাঁতনের কয়েকটি সংগঠন।
এদিন শরশঙ্কা বকুলতলা প্রগতি সংঘের ও দাঁতন মানব কেন্দ্রের যৌথ উদ্দ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় শরশঙ্কা বিবেকানন্দ শিক্ষা কেন্দ্রে।৩২ জন সদস্য এই শিবিরে রক্তদান করেন।রক্তদাতাদের হাতে একটি করে লেবু গাছ তুলে দেওয়া হয়। বিভিন্ন সামাজিক কাজে নিযুক্ত থাকে এই ক্লাব। আগামী কয়েকদিনের মধ্যে আরো কয়েকটি রক্তদান কর্মসূচির আয়োজন করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।