গ্রামের পাতায়

সাপুয়া হৃদয় সংঘের উদ্যোগে, কোলাঘাট ব্লক বিডিও মদন মন্ডল এর হাতে 25000 টাকার চেক তুলে দিলেন

পূর্ব মেদিনীপুর:– কোলাঘাট ব্লকের অন্তর্গত দেরিয়াচক এলাকায় সাপুয়া হৃদয় সংঘের উদ্যোগে, কোলাঘাট ব্লক বিডিও মদন মন্ডল এর হাতে 25000 টাকার চেক তুলে দিলেন ও লকডাউনের জন্য 400 জন দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেন সাপুয়া হৃদয় সংঘ । উপস্থিত ছিলেন, কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল, মেন্টর অসিত ব্যানার্জি, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুন্ডু, ও সমাজ সেবী হাবিবুল রহমান, মূলত যেভাবে বর্তমান করোনা ভাইরাসের পুকুর থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যে রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্য প্রশাসন সংগ্রাম করছে, এবার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক অনুদানের মধ্য দিয়ে এই ক্লাব সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন, অন্য দিকে কোলাঘাট থানার অন্তর্গত মেচেদা রেল ব্রিজের পাশে এক সমাজ সেবী, বিবেকানন্দ গ্রুপ ভারত স্কাউটস এন্ড গাইডে্স মেছেদা ও খড়গপুর ডিস্ট সাউথ ইস্টিন রেলওয়ে, REGD–GR/KGP/S, সংগঠনের পক্ষ থেকে বর্তমান লকডাউন এর সময় এলাকার দুস্থ পরিবার থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখে এই পরিবার গুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এই সংগঠনের পক্ষ থেকে, জানা গেছে শতাধিক পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

Related Articles

Back to top button