রাজ্য

নদীয়ার শান্তিপুর এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান


শ্যামল রায়, নদীয়া:শুক্রবার নদীয়া জেলার শান্তিপুর এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কর্মী-সমর্থকের হাতে পতাকা তুলে দেন স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিপ্লব মণ্ডল সহ একাধিক নেতা।
করোনার পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৫০ জন যুবক। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন যে শাসক দলের প্রতি সাধারণ মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দুর্নীতিতে ছেয়ে গেছে নেতা-নেত্রীরা। তাই নিরাশা গ্রস্থ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কর্মী-সমর্থকরা। তারা জানালেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সাধারণ মানুষের জন্য যেমন কাজ করছেন তিনি দেশ রক্ষার্থে সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা তার সাথে শামিল হবার জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম।সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন যে আগামী দিন বাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল করবে এবং শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন মানুষ। যদিও স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন যে ওই সকল কর্মী-সমর্থক আমাদের তৃণমূলের কেউ নয়। যারা প্রকৃত তৃণমূল কর্মী সমর্থক তারা তৃণমূলের আছেন।তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে তৃণমূল হকার ইউনিয়নের কর্মীরা আমাদের বিজেপিতে যোগদান করেছেন।

Related Articles

Back to top button