স্কুলের ফি বৃদ্ধি, পথে নামলেন অভিভাবকরা
মহিষাদলঃ বিশ্ব মহামারী করোনা ভাইরাসের জন্য গোটা দেশজুড়ে লকডাউন চালায় বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। পড়াশোনা থেকে শুরু করে স্কুলের যাবতীয় কাজকর্ম সমস্ত কিছুই বর্তমানে বন্ধ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষেরাই আয়- ইনকাম বন্ধ থাকায় ইতিমধ্যে সরকার থেকে বেসরকারি স্কুল গুলোকে ফি বৃদ্ধি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে। মাসিক টিউশন ফি ছাড়া বাড়তি কোনো ফি না নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সরকার। এছাড়াও কোনরকম ফ্রি বৃদ্ধি করাও যাবে না বলে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে সরকারি তরফ থেকে পড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরপর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে পথে নামতে হচ্ছে অভিভাবক অভিভাবিকাদের। এবার মহিষাদলে স্কুলের বার্ষিক ফি ও মাসিক ফি বৃদ্ধি করার প্রতিবাদে নামলেন অভিভাবক অভিভাবিকারা। অভিযোগ জেলার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের বার্ষিক ফি ও মাসিক ফি বৃদ্ধি করেছে। লকডাউন চলাকালীন সময়ে স্কুল গাড়ি না চললেও দিতে হচ্ছে গাড়ি ভাড়া। আর এই সমস্ত বিষয়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মহিষাদলের হসপিটাল মোড়ে ওই শিক্ষা প্রতিষ্ঠান সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক অভিভাবিকারা। তাদের অভিযোগ বারবার স্কুল কর্তৃপক্ষকে এ নিয়ে অভিযোগ করা হলেও কোনো রকম সদুত্তর মেলেনি। বৃহস্পতিবার এই বিক্ষোভের পর এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি