কুল বাড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ 15 হাজার টাকার চেক প্রদান।
পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর ব্লকের কুল বাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপদেষ্টা স্নেহাংশু পণ্ডিতের নির্দেশক্রমে কুল বাড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় নভেল করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে, যুদ্ধে বিপন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে 1 লক্ষ 15 হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। গতকাল বিকেলে চন্ডিপুর ব্লকের বি ডি ও অভিষেক দাস এর হাতে চেক তুলে দিলেন স্নেহাংশু পন্ডিত, পঞ্চায়েত প্রধান অপূর্ব বেরা , উপপ্রধান সুস্মিত কুমার সাঁতরা, সঞ্চালক বিশ্বজিৎ জানা। জানা গেছে, পঞ্চায়েতের সদস্য সদস্যা, আইসিডিএস কর্মী, ভিআরপি দলের সদস্য সদস্যা, এন এম, এ এন এম, আশা কর্মী বৃন্দ এবং সমাজকর্মী মিলে 1 লক্ষ 15 হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
এছাড়াও এই গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে পর্যায়ক্রমে দুস্থ , অসহায় এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে পঞ্চায়েত প্রধান অপূর্ববাবু জানান। তিনি বলেন, আমাদের পঞ্চায়েত এলাকায় করোনাভাইরাস এর সচেতনতামূলক মাইক প্রচার করা হয়েছে পঞ্চায়েত এর পক্ষ থেকে। এবং সকল এলাকাবাসি সঠিকভাবে লকডাউন মেনে চলছেন।