জেলা

কাঁথি ওয়েসিস এর বস্ত্র বিতরণ কর্মসূচি

কাঁথি ওয়েসিস এর বস্ত্র বিতরণ কর্মসূচি
অসহায় দুঃস্থ মহিলা ও শিশু দের মুখে হাসি ফোটাতে পুজোর আগে নতুন জামাকাপড় বিতরণ করলো কাঁথির একটি ব্যতিক্রমী NGO, ওয়েসিস। তাদের এবারে দূর্গোৎসবের আগে কর্মসূচি ছিল পূর্ব মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় দুঃস্থ মানুষ দের মধ্যে নতুন জামাকাপড় বিতরণ করা।

তাই ওয়েসিস এর পক্ষ থেকে আজকে মৈতনা গ্রাম পঞ্চায়েতের একটি প্রত্যন্ত গ্রাম চট্টাপদ্মপুরের প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 150 এরও বেশি অসহায় দুঃস্থ মহিলা, শিশু, বৃদ্ধ মানুষ জনকে নতুন জামাকাপড় দেন। ওয়েসিস এর সম্পাদক মাননীয় সোমনাথ মান্না মহাশয় বলেন যে, “আমরা মহামারী করোনা ভাইরাস এর কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত সকলকে নতুন জামাকাপড় দেওয়া হয়েছে, এবং আগামী দিনে পুজোর ষষ্ঠী পর্যন্ত প্রায় 2000 জন দুঃস্থ মানুষকে নতুন বস্ত্র প্রদান করা হবে,

এ ছাড়াও পিছিয়ে পড়া মহিলাদের জন্য নতুন কিছু পরিকল্পনা নিয়ে আসছি, এই কর্মযজ্ঞে যারা সামিল হয়েছেন তাঁদের ওয়েসিস এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ” এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন, চট্টাপদ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাননীয় নিলম রায়, কাঁথি সেন্ট্রাল বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদিকা মাননীয়া মৌমিতা মাইতি প্রধান মহোদয়া, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংগঠনের সভাপতি মাননীয় প্রীতিরঞ্জন মাইতি বলেন, ” আমরা দুঃস্থ মানুষদের নতুন জামাকাপড় দেওয়ার পাশাপাশি সমস্ত স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত সকলকে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। আমাদের কর্মসূচি তে যেহেতু আমরা অভাবী মেধাবী ছাত্র ছাত্রীদের সাহায্য করবো, তাই সেটাকে মাথায় রেখে এলাকার এক অভাবী

মেধাবী শিক্ষার্থী আলোক পণ্ডাকে ওয়েসিস এর পক্ষ থেকে কিছু অর্থ সাহায্য করা হয়েছে “। এছাড়াও এই ক্যাম্পে উপস্থিত ছিলেন দেবব্রত মালী, সান্ধ্য সমীর দাসমহাপাত্র, রীতা হালদার, সুদাম বর্মণ, প্রভাত সমীর দাসমহাপাত্র, সুতনু মহাপাত্র, দীপ্তেন্দু মাইতি, ঊমা দাস, মৌলিক মান্না, শান্তনু দাসমহাপাত্র, কৃষ্ণগোপাল দাস, সুমন মাইতি, অনুপম মাইতি সহ অন্যান্য সদস্য সদস্যা।

Related Articles

Back to top button