রাজ্য
এবার পৌরসভার বিরুদ্ধে এগরা এস ডি ও, অফিসে একগুচ্ছ দুর্নিতীর অভিযোগ আনল যুব তৃণমূল কং।
আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কুড়ি হাজার টাকা করে অনুদান পাওয়ার কথা, কিন্তু এগরা পৌরসভা সরকারী নির্দেশিকা না মেনে একতরফা ভাবে আম্ফানের টাকা বিলি করে। এগরা পৌরসভার ১২ নং ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ যাঁদের পাকাপোক্ত বাড়ি, যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত পোক্ত বাড়ি পেয়েছে, যাঁদের কোনো প্রকার ক্ষতি হয়নি, তাঁরাই সমস্ত ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু ১২ নং ওয়ার্ডে কাঁচাবাড়ি যাঁদের প্রায় ক্ষতি হয়েছে, তাঁদের এই অনুদান থেকে বঞ্চিত করা হয়। এমনটাই অভিযোগ এগরা পৌরসভার যুব তৃণমূল কং এর। তাঁদের দাবি সঠিক তদন্ত করে যাঁরা পাওয়ার অযোগ্য তাঁদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা দেওয়া হোক।