রাজ্য

SDPO বরুন বৈদ্য নেতৃত্বে নবগ্রামে নাকা চেকিং

—–বাসিরুল হক—–

আইন ভাঙলে কড়া ব্যবস্থা। লক ডাউন অর্থাৎ বাড়ির বাইরে না যাওয়া। রাজ্য সরকারের বার বার নিষেধ সত্ত্বেও বাহির অযথা ঘোরাঘুরি করছে সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা ছাড়া কোনো ভাবেই বাহিরে যাওয়া যাবেনা। হয়তো এইভাবে কারোনার কঠিন পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে ছাড় থাকলেও তার থেকে ঘুরাঘুরি করছে মানুষ। এই পরিস্থিতি সামাল দিতে জেলার মোড়ে মোড়ে চলছে পুলিশের নাঁকা চেকিং। বুধবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার উদ্দ্যোগে SDPO (লালবাগ) বরুন বৈদ্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে নবগ্রাম এর বিভিন্ন জায়গায় চলে পুলিশের নাকা চেকিং। মুর্শিদাবাদ বীরভুম সিমান্তবর্তী এলাকার কাছে নবগ্রাম থানার পাঁচগ্রাম উত্তর মোড়ে চলে নাকা চেকিং। এই নাকা চেকিং চলে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ বসু মল্লিক এবং এসডিপিও থেকে শুরু করে র‍্যাফ, সিভিক সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে । গাড়ি, মোটর বাইক, ছোট বড়ো সমস্ত গাড়ি থামিয়ে চেকিং করা হয়। কারণ পুলিশ মনে করছে এই লক ডাউন কে উপেক্ষা করে চলতে পারে অসামাজিক কার্যকলাপ। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাচার হতে পারে মদ, গাঁজা এবং হিরোইন ইত্যাদি। যাতে কেউ অবৈধ দ্রব্য নিয়ে না যায়। সেই উদ্দ্যোগে চললো নাকা চেকিং। এর পাশাপাশি রাস্তা চলতি সাধারণ মানুষদেরও সচেতন করা হয়।
লক ডাউনের সময় যাতে অযথা বাইরে ঘুরা ঘুরি না করে। । সেই উদ্দ্যেশ্যে সাধারণ মানুষ কে বিভিন্নরকম ভাবে বোঝানো হয়। এসডিপিও বরুন বদ্দ্য বলেন, ” এই লক ডাউন এর সুযোগে কোনো গাড়ি যেন মাদক বা তামাক জাতীয় কোনো দ্রব্য কোনো ভাবেই পাচার করতে না পারে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতন করা হয় তাদের ঘর থেকে বিনা কারণে না বেরোতে, তার জন্যই এই নাকা চেকিং ।

Related Articles

Back to top button