গ্রামের পাতায়

দ্বিতীয় পর্যায়ে শালবনী ও বাঁকিবাঁধ অঞ্চলের ১৫০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চ।

শালবনীঃ করোনা ভাইরাসের আতঙ্ক মানুষকে গৃহবন্দী জীবন ধীরে ধীরে অভ্যস্ত করে তুললেও, দৈনিক রোজগারের উপর ভিত্তি করে সংসার চালানো মানুষদের জীবন দূর্বিষহ হয়ে ওঠেছে তাদের পাশে দাঁড়াতে শালবনী সদর উত্তর চক্র তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি র শিক্ষক শিক্ষিকাদের ও এলাকার গুটিকয় উৎসাহী মানুষের সহযোগিতায় আজ ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চ শালবনীর পুরাতন বিডিও অফিস সংলগ্ন কার্যালয় থেকে শালবনী ব্লকের ৩ নং শালবনী ও ৪ নং বাঁকিবাঁধ অঞ্চলের ১৫০ জনেরও বেশী মানুষের হাতে খাদ্যসামগ্রী হিসাবে মুসুর ডাল, সোয়ারিন, আলু, সরিষার তৈল ও বিস্কুট তুলে দেওয়া হয় বলে সংস্থার তরফে তন্ময় সিংহ জানান। আজকের এই বিতরণ কর্মসূচি তে শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, যুব তৃনমুল কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ মামুদ আলম, ৪ নং বাঁকিবাঁধ অঞ্চলের প্রধান কৌশিক দোলই সহ সংস্থার তরফে কুনাল কান্তি শীট, ঠাকুরদাস মাহাত, হীরু মাহাত ও সদর উত্তর চক্র তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে অরুন মাহাত, লক্ষী সামন্ত উপস্থিত ছিলেন। আজকের কর্মসূচির পরে সংস্থার তরফে তন্ময় সিংহ বলেন, আরও অনেক মানুষকে সাহায্য করা প্রয়োজন, তাই তিনি এলাকার ইচ্ছুক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান ও ধন্যবাদ জানান এই কর্মসূচি র ডোনার আফতাব হোসেন, সুব্রত দাস, লালমোহন মাহাত, প্রিয়াঙ্কা সাহা, সুব্রত পাহাড়ী, সঞ্জয় নামহাতা, ঋতম দাস, চন্দন মাইতি, বিপ্লব মুখার্জি, অভিজিত ঘোষ, জিশান আলি, সুব্রত গরাই, মৌপালি রায়, অরুন মাহাত, বিল্টু রানা , চন্ডী চরণ বিদ, শৌভিক সেন, লক্ষী সামন্ত, সংযুক্তা চৌধুরী, অমল ঘোড়ই, অমর চৌধুরী, রাজকুমার মল্লিক, জয়দেব ঘোষ, আশীষ সাহা, রামসরোজ মুখার্জি ও অমল নাগকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button