শহীদ সেনার প্রতি শ্রদ্ধা যাপন বিশ্ব হিন্দু পরিষদের
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর ঃ লাদেখে চিনা সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন ২০ জন ভারতীয় সেনা। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা প্রখন্ডের বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের আয়োজনে সেনা স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয়েছে। শনিবার বিকেলে এগরা শহরের ত্রিকোণ পার্কে মোমবাতি প্রজ্জলন এবং শহিদ বেদিতে মাল্যদান করা হয়। পাশাপাশি একটি মৌন মিছিল পুরো এগরা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার ও এগরা প্রখন্ডের সহ-সভাপতি সূর্যকান্ত দাস ও সম্পাদক রঞ্জিত মাইতি প্রমুখ। পাশাপাশি এ দিন বিকেল জেলার ভগবানপুর প্রখন্ডের বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে কলাবেড়িয়া বাজারে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে করা হয় সেনা স্মরণ অনুষ্ঠান। সেখানে মোমবাতি প্রজ্জলন ও শহিদ বেদিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির ভগবানপুর-১ পশ্চিম মন্ডলের সভাপতি স্বপন কুমার প্রধান ও ঝন্টু মাইতি প্রমুখ।