কলকাতা

আই লীগের যোগ্যতার পর আই এস এলে খেলার স্বপ্ন শুরু মোহমেডান ক্লাবের

সুমির মজুমদার

বাংলার ঐতিহ্য বাহি ক্লাবটি শেষ বার আই লীগ খেলেছিল ২০১৩-১৪ সালে, ইতিমধ্যে আগামী মরশুমের আই লীগের যোগ্যতা অর্জন করেছে ভবানী পুর এফসিকে ২-০ গোলে হারিয়ে।

এদিকে ভবানী পুর এফ সি তে ছিলেন প্রাক্তন মোহন বাগানী শিল্টন পাল,তবুও হার এড়াতে পারে নি ভবানী পুর এফসি।

প্রাক্তন খেলোয়াড় এবং এম পি দীপেন্দু বিশ্বাস ক্লাবের সভাপতি হওয়ার পর ক্লাবের চেহারা টা বদলে দিয়েছেন, স্পনসর শিপ থেকে দলগঠন সব কিছুতেই দীপেন্দু কৃতিত্ব দেখালেন।

এবার তিনি আই এস এল খেলার ছাড়পত্রের জন্য আবেদন করবেন ২০২১-২২ মরশুমের জন্য, যদি আই লীগে ভালো ফল করে। প্রচুর জন সমর্থক থাকায় স্পনসর রাও আগ্রহ দেখাবে,

ফলে আগামী তে বাংলা থেকে তিনটি ক্লাব প্রতিনিধিত্ব করবে এবং আই এস এল হয়ে উঠতে পারে এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট। যা ভারতের ফুটবল ইতিহাসে গর্বের দিন হবে, পুর্ন হবে ভারতের ফুটবল প্রেমীদের মনস্কাম।

Related Articles

Back to top button