রাজ্য

আমবাগান দুর্গোৎসব কমিটির নবম বর্ষের দুর্গোৎসব

আশিস কুমার ঘোষ ঃ হাবড়া শ্রীনগর আমবাগান দুর্গোৎসব কমিটির আয়োজনে গ্ৰামবাসীবৃন্দের সহযোগিতায় উদ্বোধন হল নবম বর্ষের দুর্গোৎসব।

প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন এলাকার প্রবীণ সমাজসেবী গন। এলাকার শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সঙ্গীত, চলে গুনীজন সম্মাননা।

উদ্যোক্তা দের পক্ষে গৌর বিশ্বাস জানান করোনা পরিস্হিতিতে সরকারি বিধিনিষেধ মেনে ই চলবে উৎসবের আয়োজন।

Related Articles

Back to top button