জেলা

বুকস্টলের উদ্বোধন করেন সিপিঅাইএম রাজ্য নেতা হিমাংশু দাস

সিপিঅাইএম, দেশপ্রাণ এরিয়া কমিটি র উদ্যোগে অাজ মুকুন্দপুর বাজারে প্রগতিশীল মার্কসীয় বুকস্টলের উদ্বোধন করেন সিপিঅাইএম রাজ্য নেতা হিমাংশু দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন, কানাই মুখার্জি এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, শক্তিপদ পণ্ডা, তরুণ মাইতি, মানিক গারু, গৌতম প্রধান, প্রাক্তন প্রধান মানস দাস,সেক গনি, সনাতন দাস প্রমুখ নেতৃবৃন্দ।

মার্ক্সীয় বুক স্টল উদ্বোধন করতে গিয়ে রাজ্য নেতা হিমাংশু দাস বলেন সারা দেশ তথা দুনিয়ায় যতদিন শোষণ, অত্যাচার,উৎপীড়ন,ভেদাভেদ, ক্ষুধা, বঞ্চনা, বেকারত্ব ইত্যাদি সমস্যা থাকবে ততদিন মার্কসবাদের প্রাসঙ্গিকতা,প্রয়োজনীয়তা ও গুরুত্ব অমলিন থাকবে।

বিশেষ করে দেশ ও রাজ্যের শ্রমিক,কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ বিরোধী নীতি ও কালাকানুন বাতিলের দাবীতে সিপিঅাইএম অান্দোলন ও সংগ্রাম অারো সুতীব্র করবে।

সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের বাম – গনতান্ত্রিক- প্রগতিশীল জোটকে শক্তিশালী করতে হবে।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে অান্দোলন ও সংগ্রাম সংগঠিত করার অাহ্বান জানান সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।

Related Articles

Back to top button