খেলাধুলা

ইষ্ট বেঙ্গল – মোহনবাগান আগামীতে এশিয়া সেরা ক্লাব হতে পারে

 

সুমিত মজুমদার

আই এস এলের দৌলতে বাংলার ক্লাব দুটি ভবিষ্যতে এশিয়ার ফুটবল মানচিত্রে ভালো জায়গায় করে নেবেই,কারণ একটাই আই এস এল। দুটি ক্লাবেরই প্রচুর সমর্থক, আর এই দেখেই আই এস এল চেয়ারম্যান নীতা আম্বানি নিজস্ব উদ্যোগে ক্লাব দুটি কে অর্ন্তভুক্তির সিদ্ধান্ত নেন।

২০২০-২১ মরশুমে ক্লাব দুটি যদি ভালো ফল করতে পারলে,তাহলে বড়ো বড়ো কর্পোরেট সংস্থা এগিয়ে আসবে স্পনসর এর ব্যাপারে এবং ক্লাব দুটি ও বিশ্বমানের পরিকাঠামো থেকে বিশ্বসেরা খেলোয়াড় আনতে পারবে,যা কিনা এশিয়ার নাম করা ক্লাবের সংগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

পরিশেষে বলাই যেতে পারে ভারত কে তকমা দেওয়া “ফুটবলের ঘুমন্ত দৈত্য” বাংলার ক্লাব দুটির হাত ধরেই জেগে উঠবেই।

Related Articles

Back to top button