জেলা

সমাজসেবার অনন্য নিদর্শন ইফতারের খাদ্যসামগ্রী দান

রাজকুমার দাস

এর আগেও মুর্শিদাবাদের সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট কে দেখা গেছে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়াতে..এবার তারা নতুনভাবে আর এক ধাপ এগিয়ে অসহায় মানুষদের জন্য ব্যবস্থা করল ইফতারের খাবার.. সেই সঙ্গে তারা ঈদের জন্য কিছু খাবার তুলে দেবে মানুষের হাতে.. প্রতিবার তারা বস্ত্র দান এর মাধ্যমেই এই ঈদের সময় অসহায় মানুষদের বস্ত্র তুলে দেয় কিন্তু এইবার পরিস্থিতি সেইরকম না হওয়ায় তারা অন্য ভাবে মানুষের পাশে দাঁড়ানোর কথা ভেবেছে..

তাদের এই কর্মসূচি আজ থেকে আরম্ভ হবে বলে তারা জানিয়েছে.. সংগঠন সম্পাদক সঞ্জীব দাস জানান তারা অসহায় মানুষদের হাতে যে সমস্ত খাদ্য দ্রব্যাদি তুলে দিচ্ছে সেগুলির মধ্যে অন্যতম হল

লাচ্ছা ,
সেমাই ,
নারকেল ,
চিনি ,
গোবিন্দভোগ চাল,
বাদাম ,ঘি
গরম মসলা
কলা ,শসা
খেজুর ,
আঙ্গুর,
,খুরমা
,তরমুজ

খাদ্য সামগ্রী দেওয়ার সাথে সাথে তারা কিছু পরিমাণ টাকাও মানুষের হাতে তুলে দেবে যেন কোনভাবেই সেই সমস্ত অসহায় মানুষেরা অন্যান্য কোনো সমস্যার সম্মুখীন না হন..

সত্যিই তাদের এই ভাবনাকে আমরা অন্তর মন থেকে ধন্যবাদ জানাই এবং তারা যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে সেটা অকল্পনীয়..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button