জেলা

সমাজসেবক শঙ্কর রাউতের আগামী ভাবনায় সংগীতশিল্পী সিধু-র ভ্রাম্যমাণ রক্তদান শিবির

বনহুগলী: আমরা বারংবার দেখেছি উঃ ২৪ পরগনা জেলার বরানগর অঞ্চলের সমাজসেবক শঙ্কর রাউত বিভিন্ন ভাবে খবরের শিরোনামে উঠে এসেছেন। একবার তিনি দরিদ্র অসহায় মানুষদের অন্ন, বস্ত্রের ব‍্যবস্থা করেছেন। আবার অন‍্যদিকে করোনা ভাইরাসকে ভয় না পেয়ে সকলে যখন অবাধে বাইরে বেরিয়ে পড়ছেন, তখন একপ্রান্ত শিল্পাকলাকে সহযোগিতার জন্য এবং অন‍্যপ্রান্তে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে যমরাজের ভাবনাকে সামনে এনেছেন। রাজ‍্যজুড়ে লকডাউন। চলছে না কোন পরিবহন। কিভাবে জীবন কাটাবেন যানচালকরা এই লকডাউনের সময় ? এই দুর্দিনে যানচালকেরা তাদের নানা অসহায় অবস্থার কথা জানান বনহুগলীর যুবক সংঘের সম্পাদক শঙ্কর রাউতকে।গত বৃহস্পতিবার যানচালকদের এই অসুবিধার কথা ভেবে ক্লাবের পক্ষ থেকে শুভঙ্কর মহারাজ ও বাংলার ফুটবলের কোচ রঞ্জন ভট্টাচার্য তাদের হাতে চাল, ডাল, আটা, বিস্কুট, মুড়ির প‍্যাকেট , মশলা প্রভৃতি খাদ্যদ্রব‍্যাদি তুলে দিলেন। তাছাড়াও তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে দিয়েছেন চাল, ডাল, আটা প্রভৃতি খাদ্যদ্রব্য। প্রায় ৯০০০ নিরন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই খাদ্যদ্রব্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভঙ্কর মহারাজ , বাংলার ফুটবলের কোচ রঞ্জন ভট্টাচার্য এবং ক্লাবের সদস‍্যবৃন্দরা ছাড়াও উপস্থিত ছিলাম আমরাও। শঙ্কর রাউত সাথে কথা বলে জানতে পারি, লকডাউনের ফলে গৃহবন্দি অবস্থায় রোজগার হারানো অভুক্ত মানুষের এবং পরিবহন ব‍্যবস্থা বন্ধ থাকায় যানচালকদের কথা ভেবেই তিনি এই ত্রাণ শিবিরের আয়োজন করেছেন। গোটা জুন মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে। তিনি আরও জানান,লকডাউনের ফলে বন্ধ রক্তদান শিবির। রোগীদের কাছে রক্ত পৌঁছে দেবার উদ্দেশ্য ক্লাবের পক্ষ থেকে আয়োজন করবেন রক্তদান শিবির। মে মাসের প্রতিটি রবিবার স্বনামধন্য সংগীত শিল্পী সিধু-র উদ‍্যোগে ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের গাড়ি আসবে এই ক্লাব প্রাঙ্গণে। ৩রা মে থেকে এই রক্তদান শিবির শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, মানুষের সেবাই তাঁর মূল মন্ত্র। এই দুর্দিনে সাধারণ মানুষের অসহায়তায় সর্বদা তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button