কুড়ি জন বীর শহীদদের শ্রদ্ধা জানাতে , রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি
প্রদীপ কুমার মাইতি:পূর্ব মেদিনীপুর :::আধুনিক গতির বৈচিত্র্যপূর্ণ জীবনে আবেগহীন অবক্ষয়ের অন্ধকারে প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে মানবধর্ম ।রক্তদান জীবন দান। বর্তমান করোনা মহামারির আবহে এই জীবন এখন ঘোরসংকটে রক্তের অভাবে। জীবন দান এর মধ্যেই লুকিয়ে আছে পূর্ণতার আবাহনী ।সেখানে রক্তদান জীবন দানের সমান।বর্তমানে বিশ্বজুড়ে কর্নার আবহে রক্ত সংকট চরম আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন।
রক্তদাতা দিবস কে শ্রদ্ধা জানাতে মহিষাদলের স্পোর্টিং ক্লাব এগিয়ে এলেন রক্তদান শিবির করতে। আম্ফান ঝড়ে বহু বড় বড় গাছ ভেঙে পড়েছে ,তাই পরিবেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে বৃক্ষরোপণ করতে তারা কর্মসূচি নিয়েছে ।ক্লাবের পক্ষ থেকে 300 গাছ রোপন করা হলো । এই রক্তদান শিবিরের উদ্বোধনে হাজির বিশিষ্ট অতিথিরা ।ক্লাবের সদস্যরা ৪০ জন রক্তদান করলেন । রক্তদান শেষে তপন জানা বলেন রক্তদানের মহানুভতা তথা উপকারিতা সম্পর্কে সমাচার ওয়াকিবহাল হলেই আরো রক্তদানে প্রবণতা বাড়বে। আরো জীবন বাঁচাতে পারবে। ভারতীয় কুড়ি জন বীর সেনা শহীদ শহীদ হয়েছিলেন ,তাদের উৎসর্গ করতেই রক্তদান শিবির ।এর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি করে মহিষাদল স্পোটিং ক্লাব । প্রত্যেক রক্তদাতাকে একটি করে সেনিটাইজার ,মাস্ক, একটি করে গাছ বিতরণ করলেন ।সবশেষে এ কথা না বললে নয়
সময় তুমি হার মেনেছে রক্তদানের কাছে।
পাঁচটি মিনিট করলে খরচ একটি প্রাণ বাঁচে।
বাইট অজয় দাস ,রক্তদাতা প্রথম।
বাইট বিজয় দাস রক্তদাতা।