মানব সেবায় সোনারপুরের গৌতম
বর্তমান পরিস্থিতিতে বন্ধ আইসিডিএস কেন্দ্রের বাচ্চাদের বাড়িতে চাল ও আলু পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কে শোনে কার কথা, বাংলার পরিস্থিতি তেমনই। রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ভালো কাজ যা করছে সবটুকু সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। সবকিছুতে দুর্নীতি ভরা তেমনি অভিযোগ সারা রাজ্য জুড়ে। সেইসব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে, বুদ্ধিজীবী মহলে ক্ষোভ প্রকাশ করেছেন। । ঘটনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শোনা যাচ্ছে।করোনা ভাইরাস এর জন্য আজ যে সাধারণ মানুষের উপকার করার জন্য বিনামূল্যে খাদ্য শস্য দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, সেটি সঠিকভাবে কি রাজ্যে গ্রামগঞ্জে এমনই অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে। সাধারণ মানুষ সব টুকু পায় না এটা দীর্ঘদিনের অভিযোগ। তবে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে স্বাস্থ্য দপ্তর ভিড় এড়ানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি এক মিটার দূরত্ব রাখার কথা বলেছে। সেই কথা মাথায় রেখে রেশন লাইনে গ্রাহকদের এক মিটার ছাড়া ছাড়া দাঁড়ানোর নির্দেশিকা দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ডিলারদের দোকানে স্যানিটাইজার রাখার পরামর্শও দেওয়া হয়েছে। লাইনে দাঁড়ানো রেশন গ্রাহকদের হাত পরিষ্কার করার কাজে তা ব্যবহার করতে হবে। তবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন একাধিক সামাজিক সংগঠন ও সাংবাদিক সংগঠন ও বিষয়ে ব্যক্তিরা। অসহায় গরীব মানুষের দেখার মত কেউ নেই এমনই পরিস্থিতি,সোনার পুর উত্তর বিধানসভা কেন্দ্র ৩নং মণ্ডল ৬২নং বুথের।তাদের পাশে এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন ওই এলাকার বিশিষ্ট ব্যক্তি গৌতম মন্ডল । মানুষদের চাল ডাল আলু সয়াবিন বিতরণ করা হল গৌতম মণ্ডল নিজে ।তবে গৌতম মন্ডল আরেকটি পরিচয় আছে ,তিনি সর্বদাই মানুষের সেবা করেন ও ভারতীয় জনতা পার্টির হয়ে বর্তমানে কাজ করছেন।