জাতীয়

করোনা ত্রাণে বেলুড় মঠকে আড়াই লক্ষ কেজি চাল দেবেন সৌরভ গাঙ্গুলি

নিজস্ব সংবাদদাতা, হাওড়া :করোনার জন্য রাজ্য ও দেশে লক ডাউন চলছে ।এই রোগ থেকে মুক্তির জন্য একমাত্র পথ লক ডাউন ।কিন্তু লক ডাউনের জন্য দরিদ্র মানুষের অবস্থা হাঁসফাঁস ।দুবেলা খাবার পেতে মানুষ নাজেহাল ।এই পরিস্থিতে আর্ত মানুষের পাশে স্বভাবতই দাঁড়িয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন।এবার রামকৃষ্ণ মঠ ও মিশনের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমানে বি সি সি আই চেয়ারম্যান সৌরভ বন্দোপাধ্যায় ।বুধবার তিনি বেলুড় মঠ ও মিশনে আসেন ।মঠের মহারাজদের সঙ্গে কথা বলেন ও প্রাথমিক পর্যায়ে মঠকে দু হাজার কেজি চাল দেন একদম নিজস্ব উদ্যোগে ।টোটোতে ও চাপেন তিনি ।লক ডাউনে এই প্রথম ঘর থেকে বের হয়েছেন বলে জানান ।তিনি বলেন মোট দেড় লক্ষ কেজি চাল তিনি তুলে দেবেন।পাশাপাশি এই সময়ে সকলকে ঘরে থাকতে ও অনুরোধ করেন তিনি ।মহারাজের বেলুড় সফরকে ঘিরে চাঞ্চল্য থাকলেও যতটা সম্ভব মানা হয়েছে সামাজিক দূরত্ব ।

Related Articles

Back to top button