জেলা
সাউথ গড়িয়ায় মানবিক মুখ বিশিষ্টজনেদের।
۔۔
পার্থ কুশারী ,-দক্ষিণ চব্বিশ পরগনা :আজ বারুইপুরের সাউথ গড়িয়া স্থানীয় কয়েকজন মানুষের উদ্যোগে ২২৫ জন করোনা আবহে বিপদগ্রস্থ মানুষকের খাদ্যসামগ্রি বন্টন করা হয় !বিশিষ্ট সমাজসেবী ডা:সুস্নাত চট্টোপাধ্যায় ,ডা:শর্বরী বন্দোপাধ্যায় ছাড়াও এই মহতী কাজে এই দিন এগিয়ে আসেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু !!