রাজ্যে কনটেইনমেন্ট জোন ৪৪৪ টি থেকে বেড়ে দাঁড়াল ৫১৬ টি
ঝুম্পা দেবনাথ-, কলকাতা: করোনার থাবা ধীরে ধীরে গ্ৰাস করছে পশ্চিমবঙ্গবাসীকে। সমীক্ষায় এই চিত্রটি স্পষ্ট ফুটে উঠেছে এবং সেই সঙ্গে ফুটে উঠেছে মানুষের অসর্তকতার চিত্রও। আগে পশ্চিমবঙ্গে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৪৪৪টি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ টি। গতকাল স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা জানান যে, কলকাতায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩১৮ টি , হাওড়ায় ৭৪ টি, উওর ২৪ পরগনায় ৮১ টি, দক্ষিণ ২৪ পরগনা ১টি , নদিয়া ২টি ,পূর্ব মেদিনীপুর ৯টি, পশ্চিম মেদিনীপুর ৫টি , হুগলি ১৮ টি, পূর্ব বর্ধমান ১টি, মালদহ ৩টি,জলপাইগুড়ি ১টি, দার্জিলিং ২টি , কালিম্পং ১টি এবং বাকি জেলাগুলোতে কনটেইনমেন্ট জোন নেই। তিনি আরও জানান, ৫১৬ টি কনটেইনমেন্ট জোনের মধ্যে সর্বাধিকভাবে উল্লেখযোগ্য কলকাতা, উওর ২৪ পরগনা, হাওড়া, হুগলি।অনেকর মতে, কনটেইনমেন্ট জোনের সংখ্যা যে বাড়বে তা আগেই বুজতে পারা গিয়েছিল। আগে ঘোষিত রেড জোন ছিল ৪টি , আর এখন কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুযায়ী রেড জোনের সংখ্যা ১০টি। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী রেড জোন গুলি হল- কলকাতা, উঃ ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পিং। আগে কলকাতায় কনটেইনমেন্ট জোন ছিল ২৬৭ টি। কলকাতায় কনটেইনমেন্ট জোনের মধ্যে উল্লেখযোগ্য কাশীপুর, কাশীপুর রোড, শেঠপুকুর রোড, যোগেন মুখার্জি রোড, বঙ্গ সেন লেন, শচিন মিত্র লেন, বিধান সরণি, বাগবাজার, শ্যামবাজার স্ট্রিট, ভবনাথ সেন স্ট্রিট, ক্যানাল ওয়েস্ট রোড, রাজা ধীরেন্দ্র স্ট্রিট, হরি ঘোষ স্ট্রিট, কাশী বোস লেন, দুর্গা চরন মিত্র স্ট্রিট সহ অন্যান্য জায়গা।
হাওড়ার মধ্যে উল্লেখযোগ্য জায়গাগুলি ছিল ফকির পাঠক লেন, নন্দী বাগান লেন, অতুল ঘোষ লেন, উপেন্দ্র মিত্র লেন, বেলিলিয়াস রোড, শ্যামা চরণ চৌধুরী লেন সহ অন্যান্য জায়গা।উওর ২৪ পরগনার চিহ্নিত ক্ষেত্রগুলি হল নন্দ কুমার রোড, রথতলা, ক্লাব টাউন হাইটস, ওল্ড নিমতা রোড, চিনার পার্ক, নিশিকানন, চার্নক হাসপাতাল সহ অন্যান্য একাধিক জায়গা।এই কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ার পাশাপাশি মানুষ যদি এখনও সর্তক না হয় তবে পরবর্তী কালে আরো বেড়ে যেতে পারে সংক্রমণের সংখ্যা।….