জেলা
ইন্দাস বিধানসভা কেন্দ্রে বুথ ভিওিক কমী সম্মেলন
নিজস্ব সংবাদদাতা , ইন্দাস। আগামী ২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস বুথ স্তরের কমী সম্মেলন অনুষ্ঠিত করল শান্তাশ্রম বিদ্যালয়ের মাঠে ।
শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই বুথ স্তরের দলকে শক্তিশালী করতে মাঠে নেমে পরল তা বলা যায়।উক্ত সম্মলনে ইন্দাস বিধানসভার ১৭ টি অঞলের হাজার হাজার তৃণমল সমর্থক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শমল সঁ তারা ,ব্লক সভাপতি সেখ হামিদ, ব্লক নেতৃত্ব রবিউল হোসেন ,নিহার সরকার ,নাসের আলী মোল্লা,পাএসায়ের ব্লক সভাপতি দিলীপ বন্দ্যোপাধ্যায়ের সহ একাধিক নেতা।এই সমেলনে এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো।