কলকাতা

পথ স্বেচ্ছাসেবী সংস্থার সাংস্কৃতিক কর্মকাণ্ড

আশিস কুমার ঘোষ ঃ করোনা র প্রাদুর্ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অশোকনগর কল্যাণগড়ে তৈরি হয়েছিল পথ স্বেচ্ছাসেবী সংস্থা।

এই সংস্থার সভাপতি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানালেন করোনা পরিস্হিতিতে রোগীদের জন্য এম্বুলেন্স এর ব্যবস্থা করা, হাসপাতালে ভর্তি করা, কর্মহারা মানুষের খাদ্যের জোগান দেওয়ার মতো মানবিক কর্মকাণ্ড প্রতিনিয়ত করে চলেছে এদের স্বেচ্ছাসেবী গন।

করোনা পরিস্হিতিতে ঘরে বসে দমবন্ধ হওয়া শিশুদের প্রাণচঞ্চলতা ফিরিয়ে আনতে এরা শুরু করেছিল অনলাইনে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান লিটল চ্যাম্প ২০২০. সম্প্রতি অশোকনগর শহীদ সদনে এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক ধীমান রায়, প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার, চিরঞ্জীব সরকার, শিক্ষাবিদ স্বপন দেব, কবি অর্চনা দে বিশ্বাস প্রমুখ। পুরস্কার প্রদান ছাড়া ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন ছিল।

Related Articles

Back to top button