গ্রামের পাতায়

ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তেজনা পটাশপুর 1 নম্বর ব্লকের চকগোপাল গ্রামে ঘটনা। দু’পক্ষের মোট 8 জন আহত হয়েছে।

বিজেপির অভিযোগ গ্রামের মধ্যে তাদের কর্মীরা দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে এবং পরে তাদের ওপর চড়াও হয়ে কর্মীদের মারধরের পাশাপাশি গাড়ি ও বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মীর বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা পর পর দুটো গাড়ি ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত হয় বিজেপির দুইজন কর্মী।

তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপির কয়েক জন দুষ্কৃতী অতর্কিতভাবে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে এসে কয়েকজনকে ব্যাপক মারধর করে। মারধরের ফলে মোট ছয়জন আহত হয় তাদেরকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে দুজনকে প্রাথমিক ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয় এখনো পর্যন্ত ভর্তি রয়েছে চারজন। এলাকাকে অশান্তির বাতাবরণ তৈরি করছে বিজেপি।

Related Articles

Back to top button