জেলা

মহকুমা পুলিশ আধিকারিক অনিল কুমার রায় সঙ্গীতের মাধ্যমে আরো একবার মানুষের মনে জায়গা করে নিলেন


ঝুম্পা দেবনাথ,কাকদ্বীপ: করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য আমরা সকলেই যুদ্ধ করছি। কিন্ত যুদ্ধর ধরনটা শুধু আলাদা। লকডাউনের জন্য আমরা ঘরবন্দি অবস্থায় থেকে যুদ্ধ করছি। আর অন্যদিকে রাজ‍্য পুলিশ প্রশাসন রাস্তায় বেড়িয়ে আমাদেরকে সাহায্য করে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। পুলিশ বাহিনী কোনো জায়গায় বাজার করে, কোনো জায়গায় রক্তের অভাবে রক্ত দিয়ে আমাদের জীবনে সাহায্য করেছেন।তেমনি এই লকডাউনের জেরে মানুষের একঘেয়েমি জীবনে আনন্দের স্বাদ দিতেই কাকদ্বীপ মহকুমা পুলিশের পুলিশ আধিকারিক মাননীয় শ্রী অনিল কুমার রায় গান-বন্দী নামাংকিত এক সান্দ‍্যকালীন আসরে সঙ্গীত পরিবেশন করলেন। মাননীয় শ্রী অনিল কুমার রায় , তিনি কাকদ্বীপ মহকুমা পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। এই লকডাউনের সময় শত কাজের মধ্যে ব‍্যস্ত থাকা সত্বেও তিনি গান-বন্দি মিউজিকাল আড্ডায় সঙ্গীত পরিবেশন করেছেন।কাকদ্বীপ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের শিল্পীরা লক ডাউনের নিয়ম মেনে নিজের ঘরে বসে প্রতিদিন রাত ৮ টা থেকে রাত ১০ টা পযর্ন্ত ফোনে সান্দ‍্যকালীন সঙ্গীতের আয়োজন করেছেন। গত ১১ এপ্রিল এই আসরে সঙ্গীত পরিবেশন করে মানুষের মনে কেড়েছেন অনিল বাবু। অনিল বাবু কে এই গান-বন্দী নামাংকিত আসর এক প্রশংসাপত্রে সম্মানিত করেন।
অনিল বাবুর কথায় আমরা জানতে পারি, তিনি এই গান-বন্দীর প্রশংসাপত্রে খুবই আনন্দিত। তিনি আরও জানান গান যেহেতু মানুষের মনে দুঃখ কষ্ঠকে ভুলিয়ে দেয় তাই লকডাউনের সময় আবসাদ ও একঘেয়েমি দূর করতে বাড়িতে থেকে গান শোনার কথা বলেন সকলকে। মহকুমা শাখার পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসান থাকা অনিল কুমার রায় যখন ব‍্যবস্তার মধ্যে ও আমাদের মনে ঘর বন্দি অবস্থায় আবসাদ দূর করার এত চেষ্টা করেছেন তখন আমাদের ও উচিত তাঁর কথার মর্যাদা দেওয়া।——

Related Articles

Back to top button