রবিবার ছিল বিশ্ব যোগ দিবস
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর:– রবিবার ছিল বিশ্ব যোগ দিবস, এই দিন পূর্ব মেদিনীপুর জেলার স্বামীজি যোগ দিশারীর যোগ ব্যায়ামের প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে প্রভাত ফেরীর মধ্য দিয়ে এই দিনটিকে সাড়ম্বরে পালন করা হয়। যেখানে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এই প্রভাত ফেরিতে অংশ গ্রহণ করে। এই যোগ ব্যায়ামের প্রশিক্ষণ কেন্দ্রের সম্পাদক বিশ্বনাথ দাস জানান, নিয়মিত যোগ ব্যায়ামের মাধ্যমে ইমিউনিটি পাওয়ার তৈরি হয় মানব শরীরে। ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। আবার অন্য দিকে নিয়মিত এই যোগ ব্যায়াম করার ফলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে বলে জানান যোগ ব্যায়ামের প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা বিশ্বনাথ দাস। পাশাপাশি এ দিন ভগবানপুরে বিজেপির উদ্যোগে কচিকাঁচাদের নিয়ে সাড়ম্বরে যোগ দিবস উদযাপন করা হয়। এ দিন ভগবানপুর-১ পশ্চিম মন্ডলের সভাপতি স্বপন কুমার প্রধানের নেতৃত্বে কলাবেড়িয়াতে বহু ছোট্ট ছেলে মেয়েরা এই যোগ ব্যায়ামের প্রশিক্ষণে অংশগ্রহণ করে। তবে এ দিন ছোট্ট ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।