স্বপন বাউলের সচেতনে আগেই সতর্ক হলে বর্ধমানে দুজনের করোনা পজেটিভ হতো না
সংবাদদাতা : কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার বাদুলিয়া গ্রামে এক ব্যাক্তি প্রথম করোনার আক্রান্ত হন তখন থেকেই বর্ধমানে একটা করোনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক হয়। বাদুলিয়া গ্রামকে সিল করে দেওয়া হয়।ওই ব্যক্তি কলকাতার মেটিয়াবরুজের এক পোশাক তৈরির কারখানায় কাজ করতেন । তিনি এখুন দুর্গাপুরে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন আছেন । তার পরিবারের লোকেদের আত্মীয় স্বজন দের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সাত জনের সংক্রমণ নেগেটিভ আসে ,তারমধ্যে নয় বছরের একশিশু কিশোরীর রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বর্তমানে ওই শিশু কন্যা দুর্গাপুরে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ওই কিশোরী হলো প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তির ভাইয়ের মেয়ে । এপ্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল বলেন যে চিনে ও বিদেশে যখন করোনার মানুষ মারা যাচ্ছে আমি দেখছি তখন থেকেই আগে ভাগেই রাজ্যের বিভিন্ন জেলা সহ আমার পূর্ব বর্ধমান জেলায় প্রথম আমিই করোনার ভাইরাস নিয়ে গানলিখে আমার বাউলগানে বক্তব্য রেখে করোনা কি বা কি থেকে সাবধান হতে হবে করোনা থেকে রক্ষা পেতে এই নিয়ে সচেতন শুরু করি বর্ধমানের কার্জনগেট চত্বর ছাড়াও ডি এম অফিসের সামনে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় । তখন কেউ কেউ আমার এই সচেতনের বিরুদ্ধে বাধা দিয়েছিলো বলেছিলো গুজব ছড়াবেন না বর্ধমানে করোনা হয় নাই প্রচার বন্ধ করুন ।। তখন থেকেই যদি বর্ধমান সচেতন হতো তা হলে আজ বর্ধমানে দু জনের করোনা আক্রান্ত ও পজেটিভ দেখতে হতো না ।। বর্ধমান সচেতন না হওয়ার জনই আজ বর্ধমানের মানুষের মনে করোনা আতঙ্ক বাড়ছে ।পর পর দু জনের করোনা আকান্ত হয়ে পজেটিভ শুনে।।