গল্প ও কবিতা
জোহার সন্তোষ বাবু,
স্বপন সরদার (মুন্ডা)
জোহার সন্তোষ বাবু,
সবর পাড়ার খবর দেখি
করে ই ছাড়ছে কাবু!
কোথায় থাকা বাবুর দল
দল বেঁধেই সব হাজির
হাভাতে থাকা সবর পাড়া
দেখলো নূতন নজির!
কাজ জোটে না নিজের গাঁয়ে
ভাঁটায় কাটে জীবন
নাগরিক নথি ভোটার আধার
গোছাবে ওরা কখন?
দেশের মানুষ পাচ্ছে হুঁস
দয়ালু করোনার দয়ায়,
বোঝাই যাচ্ছে শবর টোলা
থাকে কিসের ছায়ায়!
উন্নতিতে উচছনন্য ধাঁগড় শবর ওরা
কি প্রয়োজন যখন তখন
ওদিকে নজর করা?
চুপ যাও সব ফালতু কথায়
কেউ দিওনা কান!
ওদের ওসব দেখতে গিয়ে
ঝরাবে দেশের মান?
চল চল সব ওদিকে চল
এরা সময়ে সবই পাবে,
দেশের যদি আকাল আসে
না হয় মূসাই মেরে খাবে!