জীবিকা

আবাসনের তিনতলা চারতলায় তুলে দেওয়ার দায়িত্বভারও মৃৎশিল্পীদের

 

 

নদীয়া শান্তিপুর গোপালপুর থেকে হাওড়া সালকিয়া টালিগঞ্জ ট্রাম ডিপো এবং বেহালার তিনটি আলাদা বাড়ির অর্ডারের মা দুর্গা প্রতিমা পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিল আজ। শিল্পী গৌতম সাহা জানান বংশপরম্পরায় তিনি মৃৎশিল্পী নন, পেশায় তাঁত শিল্পী। লকডাউনের মহাজনদের কাজের খামতি থেকে সংসারের খরচ যোগাতে বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছেন এই মৃৎশিল্প।

তবে ছোটবেলা থেকেই এই কাজ করতে ভালো লাগতো তার। মূল পেশা তাঁত বোনার থাকেই বানাতেন বিভিন্ন মূর্তি প্রতিমা সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কারণেই যোগাযোগ হয়েছে অনেকের সাথে তাদের মধ্যে কেউ কেউ দিয়েছেন প্রতিমা তৈরীর অর্ডার। তবে হ্যাঁ, সম্পূর্ণ আবেগ হীন ভাবে ব্যাবসায়িক মনোভাবে।

প্রতিমা ক্রেতাদের একটাই দাবি প্লেটের উপরে তুলে দিতে হবে প্রতিমা। ক্রেতাকে সন্তুষ্ট রাখতে যথেষ্ট কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ হলেও সে দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন শিল্পী। তার জন্য শান্তিপুর থেকে চারজন শ্রমিক , মোটা দড়ি যথেষ্ট পরিমাণে বাঁস এবং কপিকল ফ্ল্যাটের বাইরের দিক থেকেই সোজা ফ্যাটের কামরায় ঢুকবেন মা দুর্গা।

Related Articles

Back to top button