রাজ্য

তমলুক আদালত এজলাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আদালতের এজলাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়,স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ভোররাতে আচমকাই জেলা আদালতের এজলাসে আগুন লাগে। ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন নেভানোর পরে ঘটনাস্থলে জেলা জজ কোর্টের বিচারকরা আসেন। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে তমলুক থানার পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও, গুরুত্বপূর্ণ নথিপত্র সবই পুড়ে ছাই হয়ে যায়। দমকল আধিকারিকেরা প্রাথমিক অনুমান শর্টসার্কিটের পড়ে লেগেছে এই আগুন, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Related Articles

Back to top button