রাজ্যের মন্ত্রী তাপস রায়ের সহযোগিতায় – বরানগর বিধানসভায় কমিউনিটি কিচেন”
। । ঝুম্পা দেবনাথ||—বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং মাননীয় বিধায়ক এবং রাজ্যের মাননীয় মন্ত্রী তাপস রায়ের সহযোগিতায় – বরানগর বিধানসভা অঞ্চলের জন্য আগামী ১৯শে এপ্রিল থেকে তৈরি হবে একটি “কমিউনিটি কিচেন”। যার মাধ্যমে ভয়ানক করোনা ভাইরাসের সাথে কঠিন যুদ্ধে লক ডাউন পরিস্থিতিতে রোজগার হারানো অসহায় প্রায় ১০০০টি মানুষের মুখে ১0দিন ব্যাপি একটু ডাল-ভাত তুলে দেওয়া হবে।
এই “কল্পতরু” প্রকল্প তথা কমিউনিটি কিচেনের দ্বারা ফোন কলের মাধ্যমে খাবার মানুষের বাড়িতে পৌঁছে যাবে৷ এই কমিউনিটি কিচেন সম্পর্কে বরানগর বাসির কাছে অভিমত জানতে চাইলে, বরানগর এর বাসিন্দা সঞ্জয় ঘোষ বলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারত বর্ষের প্রধান মন্ত্রী দল বল রাজনৈতিক রঙ ভুলে গিয়ে সমস্ত মানুষকে মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে সারা দিয়ে আমাদের অঞ্চলের বিধায়ক তথা শ্রী তাপস রায় মহাশয়ের উদ্যোগে এবং সর্ব পড়ি আমাদের বরানগর এর ছেলে দিলীপ নারায়ণ বসু তিনি মল্লিক কলোনির বাসিন্দা, এই যে মহৎ প্রয়াস নিয়েছেন তা আমরা সাধুবাদ জানাই এবং বরানগর বাসি হিসেবে প্রচন্ড গর্বিত এবং অাশা রাখবো আগামী দিনে শ্রী দিলীপ নারায়ণ বসু বরানগর বাসির জন্য আরো ভালো কাজ করুক !
দুরন্ত খবরের প্রতিনিধি এর সত্যতা যাচাই এর জন্য নিচে দেওয়া নাম্বার এ ফোন করলে এক স্বেচ্ছা সেবক ফোন ধরেন এবং বলেন আগে সাহায্য প্রার্থী ব্যাক্তি কে ফোন করে নাম নথিভুক্ত করতে হবে তারপর তারা আস্সাস দেন যে ওই ব্যাক্তির বাড়ি গিয়ে তার অসহায়তা যাচাই এর মাধ্যমে খাবার পৌঁছে দেবেন !
সম্পূর্ণ ব্যবস্থাপনায় আছেন দিলীপ নারায়ণ বসু ( সুনু) ।
১৬ ই এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ। নিজেদের নাম এই প্রকল্পে নথিভুক্ত করার জন্য ফোন করুন এই নম্বরে :
9831956972
9038846860
9038119095