শিক্ষা দানের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করতে বিদ্যালয় সংলগ্ন দুস্থদের পাশে শিক্ষকেরা
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে ডাকা হয়েছে লকডাউন।দু দফায় ডাকা এই লকডাউনে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ফলে বিদ্যালয়ে এসে শিক্ষাদান বন্ধ রয়েছে শিক্ষক মহাশয়দের।কিন্তু শিক্ষা দান বন্ধ থাকলেও নিজেদের সামাজিক কর্তব্য ভোলেননি তাঁরা। আর তাই বুধবার দাঁতনের কেশরম্ভা বিদ্যাসাগর বিদ্যাভবনের শিক্ষক ও শিক্ষাকর্মীরা একত্রিত হয়ে বিদ্যালয় সংলগ্ন দুস্থ পরিবার গুলির পাশে এসে দাঁড়ান।এদিন করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তৈরি ফান্ডে আর্থিক সহায়তার পাশাপাশি প্রায় ২৫০ জন দুস্থদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। চাল,ডাল,আলুর পাশাপাশি দেওয়া হয় তেল,সাবান,সয়াবিন ও বাচ্চাদের জন্য বিস্কুট। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কাছ থেকে এই ধরণের সাহায্য সহযোগিতা পেয়ে খুশি বিদ্যালয় সংলগ্ন দুস্থ পরিবার গুলি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক আচার্য জানান যদি করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এভাবে লকডাউন বাড়তে থাকে তাহলে আগামী দিনে এভাবেই গ্রামের মানুষজনদের কাছে তাঁরা দাঁড়াবেন।