বিশেষ শিক্ষক নিয়োগের দাবীতে পূর্ব মেদনীপুর জেলাশাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ ডেপুটেশন।
ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা পদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেটি হল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা।আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়গুলিতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকের সাথে বিশেষ শিক্ষার্থী ও বিশেষ শিক্ষকদের সম্মান গুরুত্ব অধিকার দেওয়া হয়েছে।ভারতের অন্যান্য রাজ্যগুলির সাধারণ বিদ্যালয়গুলিতে বিশেষ শিক্ষক নিয়োগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পথে এগিয়ে চললেও পশ্চিমবঙ্গে বিগত 11 বছর বিষের শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে।এই অবস্থায় প্রশিক্ষিত বিশেষ শিক্ষক নিয়োগ না হওয়ায় যেমন বহু প্রশিক্ষিত বিশেষ শিক্ষক-শিক্ষিকা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।তারই প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুর জেলায় কয়েকশো প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বিক্ষোভ দেখালো জেলাশাসকের দপ্তরে সামনে। শাখ, কাঁসর, ঘন্টা বাজিয়ে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখান বিষের শিক্ষক সংগঠন। দুপুর 12 টা থেকে বিকেল তিনটে পর্যন্ত অবস্থান বিক্ষোভ দেখায় এই শিক্ষক-শিক্ষিকারা।স্থায়ীভাবে প্রত্যেকটি প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলে অন্তত দুজন করে শিক্ষক নিয়োগ করা, মাস এডুকেশন সুবিধাযুক্ত স্কুলগুলিতে যথাযথ বিষের শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা, বিষের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা 50 বছর করা সহ একাধিক দাবিতে বিক্ষোভ অবস্থানে বসে বিশেষ শিক্ষক-শিক্ষিকারা।