রাজ্য

300 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের নাম লেখালেন খড়্গপুরে

যতবার এসে জেলাতে আমার নামে কুৎসা রটাবেন ততবার শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থকরা আমাদের তৃণমূলের নাম লেখাবেন গতকাল বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরে এসে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল । ঠিক আজ সকালেই খড়গপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ডে অর্থাৎ দিলীপ ঘোষের খাস গড খড়্গপুরে প্রায় 300 বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের নাম লেখালেন । তৃণমূলের পতাকা দিয়ে মহিলা কর্মী সমর্থকদের স্বাগত জানালেন অজিত মাইতি খড়্গপুরের বিধায়ক প্রদীপ সরকার সহ প্রমুখ এরা । অজিত মাইতি আরো বলেন বিজেপির রাজ্য সভাপতি এবং দিলীপ ঘোষের পতন এবার আমরা নিশ্চিত করে ফেলব ।

Related Articles

Back to top button