রাজ্য
বাঘ রোল ধরা পড়লো। বন দফতরের খাঁচা তে।।
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:-পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার নুগুরিয়া গ্রামে কোয়েকদিন ধরে এক অজানা জন্তু বাঘ এর মতো দেখতে পায় গ্রাম বাসি রা গ্রামে আতংক ছড়িয়ে পড়ে । প্রায় গৃহস্ত বাড়ি থেকে মুরগি ছাগল হাঁস নিয়ে চম্পট দিতো। সন্ধ্যা পর থেকে বাড়ির মধ্যে গৃহ বন্দী হয়ে পড়ত । খবর দেওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলার বনোদফকে খবর দেওয়া হয়। বনদফতর খাঁচা পাতে খাঁচা র মধ্যে মুরগি দিয়ে। সেই খাঁচা তে ধরা পরে একটি পূর্ণ বয়স্ক বাঘরোল। মূলত এই গ্রাম তো রুপনারা নদীর তীরবর্তী হওয়াই ঝোপ জঙ্গল থাকাই বাঘ রোল দেখা গেছে বলে মনে করছেন বন দফতর এর আধিকারিক গণ।