তৃণমূলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেয় পটাশপুরে
টিকরা পাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব দুস্থ ও অসহায় পিছিয়ে পড়া দিন আনে দিন খায় যে সমস্ত পরিবার গুলি নানা ভাবে বিপর্যস্ত এবং অসুবিধার মধ্যে সম্মুখীন তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সুখে দুঃখে সাথী হবার জন্য যে কর্মসূচি গ্রহণ করেছিল তা আজ অনুষ্ঠিত হলো তৃতীয় দফার কর্মসূচি।। পটাশপুর দু’নম্বর ব্লকের 13 নম্বর ও 14 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে প্রায় 300 পরিবারের হাতে চাল ডাল আলু সোয়াবিন ডিম তেল মশলাপাতি সহ নানা ধরনের সবজি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন 14 নম্বর অঞ্চলের উপপ্রধান অপরেশ সাঁতরা মহাশয় উপস্থিত ছিলেন 13 নম্বর ও 14 নম্বর অঞ্চলের প্রধান ও পঞ্চায়েত সদস্য। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক রিন্টু বেরা সভাপতি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী উপস্থিত ছিলেন এই কর্মসূচির ধারক-বাহক সমাজসেবক সম্মানীয় স্বপন রায়।। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সম্পাদক মং রাজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট সমাজসেবী রতন কুমার সাহু উপস্থিত ছিলেন টিকরা পাড়া অম্বিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব ponda , উপস্থিত ছিলেন মানস রায়। উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত সদস্য সদস্য।। ক্লাবের সভাপতি নন্দী বলেন ক্লাবের জন্মলগ্ন থেকে আমাদের সারা বছর ধরে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করি ব্লাড ডোনেশন ক্যাম্প বৃক্ষরোপণ দুস্থদের বিভিন্নভাবে শীতবস্ত্র থেকে শুরু করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।। করোনা ভাইরাস এর জন্য আজ মানুষ বিপর্যস্ত তাই ক্লাব নানা কর্মসূচি নিয়েছে আজ তৃতীয় দফার কর্মসূচি অনুষ্ঠিত হলো সামনে আমাদের আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে আমরা এই ধরনের কর্মসূচি আরো বেশি বেশি করে নেব যাতে মানুষের অসুবিধা থেকে রক্ষা পায়।।