রাজ্য

তৃনমুলের ছোঁড়া গুলিতে আহত বিজেপির কর্মী-সমর্থক

পূর্ব মেদিনীপুরের খেজুরীর 2 নং ব্লকের নীচকসবা অঞ্চলের গোড়াহাট জলপাই এলাকায় তৃণমূলের হার্মাদ বাহিনী, পুলিশের উপস্থিতিতে গুলি বোমা বর্ষণ করে চলেছে। খেজুরিতে জেলা বিজেপি সম্পাদকের ওপর হামলা, তৃনমুলের ছোঁড়া গুলিতে আহত পবিত্র দাস ।পুলিশের বিরুদ্ধে নিষ্কৃয়তার অভিযোগ, এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, এই মুহুর্তে অপরাধীকে গ্রেফতারের দাবিতে খেজুরিতে পথ অবরোধে সামিল বিজেপি কর্মীরা। আহত পবিত্র দাস চিকিৎসাধীন।পূর্ব মেদিনীপুরে একের পর এক বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছে, বিধানসভা নির্বাচনের সময়সীমা যতই এগিয়ে আসছে, পূর্ব মেদিনীপুর ততই উত্তপ্ত হচ্ছে।

Related Articles

Back to top button