মহিলা তৃণমূল কংগ্রেস উদ্যোগে ভ্রাম্যমান রক্তদান শিবিরের অাযোজন
ঝুম্পা দেবনাথ
টালিগঞ্জ:—— রক্ত জাতি, বর্ণ, ধর্ম, তৃণমূল, সিপিএম ও বিজেপি কারোর ক্ষেত্রেই আলাদা হয় না। জাতি, ধর্ম, বর্ণ, তৃণমূল, সিপিএম, বিজেপি সকল রোগীর ক্ষেত্রেই রক্তের দরকারটা সমান। করোনা মোকাবিলায় লকডাউনের ফলে বন্ধ হয়ে গেছে বিভিন্ন রক্তদান শিবির। এর ফলে বহু মুমূর্ষু রোগী ও থ্যালাসেমিয়া রোগীরা ঘোরতর সমস্যার সম্মুখীন হয়েছেন। এই সমস্যার কথাকে মাথায় রেখেই রোগীদের কাছে বক্ত পৌঁছে দেবার উদ্দেশ্যে টালিগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি আয়োজিত করল ভ্রাম্যমাণ রক্তদান শিবির । গত শনিবার বিজয়গড়ে রক্তদান শিবিরের আয়োজন করে এই মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি। ভ্রাম্যমাণ গাড়িতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে আয়োজিত হয়েছিল এই শিবির এবং এই শিবিরে রক্তদান করেন শুধুমাএ মহিলারাই। এক এক বার ২ জন করে ৩০ জন মহিলা রক্ত দেন।
টালিগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেসের অভাবনীয় প্রয়াসে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন ১০ নং বরো চেয়ারম্যান মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয় এবং ১১ নং বরো চেয়ারম্যান মাননীয় শ্রী তারকেশ্বর চক্রবর্তী মহাশয়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন যাদবপুর এবং টালিগঞ্জের পৌর প্রতিনিধিগণ শ্রী অরূপ চক্রবর্তী, শ্রীমতী মিতালী ব্যানার্জি, শ্রীমতি অনিতা কর মজুমদার, শ্রীমতি অর্চনা সেনগুপ্ত, শ্রীমতি সুম্মিতা দাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভ্রাম্যমাণ রক্তদান শিবিরে এক স্বাস্থ্যকর্মীর কাছ থেকে আমরা জানতে পারি, যে থ্যালাসেমিয়া রোগীদের প্রতিটি মাসেই রক্তের দরকার হয়। তিনি আরও জানান, তারা যে পদ্ধতিতে রক্ত সংগ্রহ করছেন তা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং সংক্রমিত হবার কোন ভয় নেই। শিবিরে উপস্থিত যুবকল্যান মন্ত্রী অরূপ বিশ্বাস। উনি আমাদের জানিয়েছেন পশ্চিম বাংলায় রক্তের অভাব নেই, তবুও বিভিন্ন ক্লাব সংগঠন ও রাজনৈতিক দলের আবেদন করেছিলেন রক্তদান শিবিরের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবদানকে মাথায় রেখে এই রক্তদানের সুযোগ করে দিয়েছেন।মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মুখ থেকে আমরা জানতে পারি, এই শিবির সম্পূর্ণ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত হয়েছে!উদ্দ্যোগতারা এই ভ্রাম্যমাণ শিবিরের ভাবনাকে গুরুত্বপূর্ণ দেন এবং এই রকম ভালো কাজের উৎসাহ দিয়েছেন।—