গ্রামের পাতায়
অাজ জেলা জুড়ে শহীদ নারী দিবস
সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির ডাকে অাজ জেলা জুড়ে শহীদ নারী দিবস পালিত হয়। এই উপলক্ষে মারিশদা লোক্যাল কমিটির অাহ্বানে মারিশদা, লাউদা,কুসুমপুর, দইসাই,কুমিরদা,গঙ্গাধরচক প্রভৃতি জায়গায় মহিলা সমিতির পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান,করোনা ত্রাণ নিয়ে দলবাজি, করোনা টেস্টিং ও প্রকৃত তথ্য প্রদান ইত্যাদি দাবীতে পোস্টারিং ইত্যাদি কর্মসূচি রূপায়িত হয়। কর্মসূচীতে নেতৃত্ব দেন মহিলা নেত্রী চন্দ্রলেখা সাউ,বাসন্তী শীট,গীতা পণ্ডা,ঝর্ণা ভূঞ্যা,চন্দনা দে,সন্ধ্যা গিরি প্রমুখা।অনুরূপ কর্মসূচী রূপায়িত হয় দেশপ্রাণ, কাঁথি, হেঁড়িয়া,খেজুরী,মুগবেড়িয়া,রামনগর, এগরা,ভগবানপুর,পটাশপুর প্রভৃতি লোক্যাল কমিটি সমূহের এলাকায়।