রাজ্য
আজ থেকে খুলেছে শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় মার্কেট হংকং মার্কেট
অভিজিৎ ঘোষ দস্তিদার:আজ থেকে খুলে গেলো শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় মার্কেট হংকং মার্কেট। আজ সকালে মার্কেট খুলে যাওয়ার পরই ব্যবসায়ীরা দোকান সাজিয়ে বসেন।তবে এক আতঙ্কের মধ্যেই রয়েছেন ব্যবসায়ীরা।তারা জানান, এই মার্কেটে সাধারণত পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি।শিলিগুড়িতে পর্যটকদের কেনাকাটার জন্য অন্যতম আকর্ষনীয় মার্কেট হংকং মার্কেট।তবে কোভিড-১৯ শুধু দেশজুড়ে নয় বিশ্বজুড়ে ছড়িয়েছে তার আতঙ্ক।ফলে পর্যটকদের আর এখন আসা কোনোভাবেই সম্ভব নয়।তাই এই বাজার আবার কবে আগের মত স্বাভাবিক হবে সেই আশাতেই রয়েছেন ব্যাবসায়ীরা।মার্কেটে প্রবেশের আগে হাতে ব্যবহার করতে হবে স্যানিটাইজার সেইসাথে করা হচ্ছে থার্মাল চেকিং, তারপরেই ঢুকতে দেওয়া হচ্ছে মার্কেটে।সেইসাথে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেই বিষয়টিও দেখা হবে মার্কেট ব্যবসায়ীদের তরফে