টালিগঞ্জের শিল্পী ও কলাকুশলীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দিলেন শ্রী মিলন ভৌমিক.
…ঝুম্পা দেবনাথ…
টালিগঞ্জ: কোভেড-১৯ এর অন্ধকার ছায়ায় সারা বাংলা নিমজ্জিত। এই অন্ধকার ছায়া থেকে আলোর হাসিমুখ দেখানোর আশায় মানুষের পাশে এসে দাঁড়ালেন টালিগঞ্জের খ্যাতনামা দুই বারের ন্যাশনাল আওরড নেওয়া চিত্র পরিচালক এবং সোনাম ধন্য বিজেপি নেতা শ্রী মিলন ভৌমিক। লকডাউনের জেরে বন্ধ হয়ে পড়েছে টালিগঞ্জ পাড়ার কাজকর্ম। এর ফলে দুঃখের কালো মেঘ ঘনীভূত হয়েছে টালিগঞ্জের বহু কলাকুশলীদের মনে। এই দুর্দিনে দেবদূতের মতো টালিগঞ্জের শিল্পী ও কলাকুশলীদের পাশে এসে দাঁড়ালেন বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতি সংঘ ( বি.সি.এস.এস) সম্পাদক শ্রী মিলন ভৌমিক। যার সভাপতি রাজ্য বিজেপি এর সহ সভাপতি শ্রী বিশ্বপ্রিয় রায় চৌধুরী আজ এই সংগঠনের পক্ষ থেকে শুরু হয় ত্রাণ শিবির। এই শিবির চলবে বেশ কয়েকদিন পযর্ন্ত।
এই সংগঠন টালিগঞ্জের অসহায় কলাকুশলীদের পাশে থাকার অঙ্গীকার গ্ৰহন করেছেন।বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতি সংঘের সম্পাদক শ্রী মিলন ভৌমিকের সঙ্গে আমরা কথা বলি । উনি আমাদের জানান, টালিগঞ্জের শাসকদলের সংগঠন শুধুমাএ তৃণমূল দলের সঙ্গে যুক্ত কলাকুশলীদের সাহায্য করছেন। কিন্তু যে সমস্ত কলাকুশলী বিজেপি বা অন্য দলের সমর্থক তাঁদের কোনোরকম ভাবেই সাহায্য করেন নি। অথচ ফেডারেশনের সকল বিভাগের সদস্য সংখ্যা প্রায় ৫০০০০, সেখানে সাহায্য পেয়েছেন শুধুমাএ ১১০০ জন। বাকিদের অসহায় অবস্থা শুনে মিলনবাবু সাহায্যের আশায় ছুটে যান।
তিনি এই শোচনীয় অবস্থার কথা শুনে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্যসভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে সম্পূর্ণ বিষযটি জানান। দিলীপবাবু এই দুঃসহ অবস্থায় দুই গাড়ি ভর্তি রান্না করা খাদ্যদ্রব্যের পেকেট পাঠিয়েছেন। এই সমস্ত খাদ্যদ্রব্য নিয়ে আসেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শ্রী প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির রাজ্য লইয়ার সেলের সভাপতি শ্রী ব্রজেশ্বর ঝা।
শ্রী প্রতাপ বন্দ্যেপাধ্যায় কলাকুশলীদের উদ্দেশ্যে বলেন বিজেপি থাকতে কোনোদিন কেউ না খেয়ে মরবে না। প্রতাপবাবু মিলন ভৌমিকের কলাকুশলীদের পাশে এসে দাঁড়ানোর এই অভাবনীয় প্রয়াসকে প্রশংসনীয় করেছেন। প্রতাপবাবু আরো বলেন, বিজেপি শিল্পীদের গুনের কদর করতে যানে।
মিলন ভৌমিক আর ও বলেন, বিজেপি রাজ্যসভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয় খুবই ভালো মানুষ। মিলনবাবু আরও জানান, তিনি অনেকসময় শাসক দলের থেকে কোনোরকম সুযোগ সুবিধা না পেলেও দিলীপবাবুর কাছ থেকে অবশ্যই পেয়ে থাকেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি.সি.এস.এস সম্পাদক শ্রী মিলন ভৌমিক, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শ্রী প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপির রাজ্য লইয়ার সেলের সভাপতি শ্রী ব্রজেশ্বর ঝা। তাঁরা প্রত্যেকেই কোনো রকম দলের রং না দেখে প্যাকেট এর মধ্যে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন । এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ কলকাতার জেলা সভাপতি শ্রী মোহন রাও , টালিগঞ্জ মন্ডল 1 এর সভাপতি শ্রীমতি সোমা ঘোষ মন্ডল সভাপতি মন্ডল 3 প্রমুখরা।
এছাড়াও মিলন ভৌমিক আরও জানান, বি.সি.এস.এস -র সদস্য মন্ডলী
টালিগঞ্জ বিধানসভা সংলগ্ন ওয়াড গুলিতে যে সমস্ত অসহায় মানুষ খাবার পাচ্ছেন না, তাদের কাছে রান্না করা খাবার / প্যাকেট পৌঁছে দেবেন।তাঁদের মধ্যে ছিলেন 95 ওয়ার্ডের রাখি মিত্র ও দিলীপ চন্দ, ৯৫ ওয়ার্ডের ভাস্কর সোম, মানিক সাহা, ৯৭ ওয়ার্ডের সুশান্ত ভট্টাচার্য, ৯৪ ওয়ার্ডের শমিষ্টা রায়, জয়শ্রী চ্যাটার্জী ভট্টাচার্য, মিতা ভট্টাচার্যী 111 ওয়ার্ডের জয়দীপ প্রমুখরা।টালিগঞ্জ পাড়ার কলাকুশলীদের নিয়ে মিলন ভৌমিকের নেতৃত্বে এই লকডাউনের সময় কাজের ব্যাবস্থা করেছেন। এই বৃহৎ কর্মযজ্ঞের সহযোগিতায় ছিলেন বি.সি.এস.এস-র সুরজিৎ দেবনাথ, সুব্রত দে, চন্দন বসু ও অন্যান্যরা।—