৷৷৷৷৷৷ তুহুনি৷৷৷৷৷৷৷
স্বপন সরদার
করোনায় নে মরেক ডারে
দাবের গেলাহা সভে তুহুনি
সাপটায়ে গেলা ঘারে!
কোনোয়ে নাখোন হিলা চালা
তিনিক কো নাখোন সাড়া,
করোনা হিঁয়ায় মরেক আঘে
জিউয়ে কা গাতার ছাড়া?
মরাথাঁয় তো দূনিয়া ভইরনে
তঁয় হাম উ কেহে কাঁহাঁ
গাগায় চিচিয়ায় কে জানায়ে
দেহান
তুহুনি ও দূনিয়ায় নে আয় রাহা!
কা রাইখ যাথা? ই মরনায় কের
মরেকে আঘেক রেকায় নে?
কাকেইর রাখ্লা পুরহিয়ে পুইরকে
বাব দাদা কের ভিঠায় নে?
সিরায়ে যাবেই এহে ধারতিলে
ই দিনা নাহে তো আউ দিনা!
রাখলিকা কোনোয় ছাপেকে তিনিক
ইঠিনা নিহি তো আউ ঠিনা?
কোনোয়ে নাইখে ইহে তো সাথেয়
সিরাক আঘে গি সিরজাওয়া!
ভাকুয়াল তেরি কা ভাকুয়ায় রেহলে
মানবে কেরিকা পেছু দূনিয়া?
ওহেলে কেহাথি রেকা!
তিরমিরাল ই দূনিয়ায় টাকে
দুয়ো আঁইখ দেইকে দেখা!
মরবে কেরাথাঁয় ইঠিনা উঠিনা
দারমরাও মান ঢেইর!
মরেক কে আঘে ও গি গাগুইয়া মানে গাগায় কে
রাকখলাথিন ঘেইর!
হামনিয়ে কাঁহাঁ হি, ধারায় নি দেওয়াথি,
সাসে লে সসেরকে
খোথায় নে সাপ্ টাথি!
হেরালেও হামনি সিরাবেই হুঁয়ায়!
আয়কে করোনা লুইট মরালেও
হামনিয়ে হিঁঠাথি তাঁহাঁয়।
এতেইয়ে হতে হায় মরনাক মাইর
হামনিয়েমান কের গাতারয়ে লে
সখোনোও হামনি ভাকুয়ায় রেইকে
খাপুয়ায়ে রেইহি একে হালে!
হায়রে জিউয়া কা হায় মরনা
তহরে লাগুন ধারতি রাইখে
বোইথ কে বাথাকে উ কাতনা!
সেহে বাথায় আইজ বেতাল কোঁথাথে
সাহেনি পারাথে গাতার!
করোনা আয়েকে বাড়হায়ে দেওযাথে
কাটেক নি পারাথি সাঁতার!
মরেক আঘে লেই মইর লেলা নাকা
আফান হিয়া কেই পুইছ লেওয়া!
ইহেকা জিয়েক চিনহায় হেকে
পিড়হিয়ে মানকে উ কেই দেওয়া!