গ্রামের পাতায়
দুই জন পরিযায়ী শ্রমিক বাড়ির লোকের উপর বিক্ষোভ
লকডাউন থাকার কারণে আটকে থাকা পরিযায়ী শ্রমিক প্রাইভেট বাসেকরে বাড়ি ফিরলেন। এদিন সোমবার পুর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকের ৪নংগ্ৰাম গ্রাম পঞ্চায়েতের চন্দন পুর গ্রামের দুজন পরিযায়ী ব্যক্তি হায়দরাবাদে থাকতো তারা বাড়ি ফিরতেই তাদের বাড়ির লোকেরা ফঁকা মাঠের সেলো ঘরের মধ্যে 14 দিনের হোম করেন্টিন সেন্টার করে দেয় গ্রামবাসীদের অভিযোগ 14 দিনের হোম করেন্টিন ব্যবস্থা করে দেওয়া হয়েছিল গ্রামের পক্ষ থেকে চন্দন পুর হাই স্কুলের মধ্যে সেখানে না থেকে তারা একটা ফাঁকা মাঠে সেলো ঘরের মধ্যে থাকছেন। হোম করেন্টিন থেকে গ্রামের মধ্যে ঘোরাঘুরি করছে গ্রামবাসীরা প্রতিবাদ করতেই তাদের কে গালিগালাজ করা হয় তার পরে এই ঘটনার ফলে গ্রামের মানুষরা। দুই জন পরিযায়ী শ্রমিক বাড়ির লোকের উপর বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এসে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে ।