রাজ্য

উত্তরবঙ্গের মাছের ব্যাবসা এক অনিশ্চিত পথে চলছে

লকডাউনের ফলে কমেছে মাছের যোগান,কমেছে ব্যাবসাও ফলে রোজ বসতে নারাজ অনেক মাছের ব্যাবসায়ী,হ্যা ঠিক এই রকমই অবস্থা শিলিগুড়ির সবজায়গার মাছের ব্যাবসায়ীদের।লকডাউনের কারনে বাজার একেএকে বন্ধ হয়ে গেছে অনেক ব্যাবসা।তার মধ্যে অন্যতম বাঙালির অন্যতম খাদ্য মাছ।প্রথমদিকে লকডাউনে মাছের ব্যাবসা নিয়মিত হলেও পরবর্তিতে আসতে আসতে কমে যায় মাছের যোগান,আসছেনা গাড়ি ফলে কমছে বাজার।শিলিগুড়ির বিভিন্ন এলাকা হায়দারপাড়া,বিধান মার্কেট সুভাষপল্লী সব জায়গাতে কমে গেছে মাছের ব্যাবসা,এক ব্যাবসায়ী জানালেন দিনের পর দিন যোগান কমে যাওয়াতে আনেকেই অন্য ব্যাবসায়ে যাবার চিন্তা করছেন,কিন্তুু কোন ব্যাবসায়ে যাবেন?কাজেই দোটনায় পড়ে গেছেন অনেকেই।সবমিলিয়ে উত্তরবঙ্গের মাছের ব্যাবসা এক অনিশ্চিত পথে চলছে।

Related Articles

Back to top button