রাজ্য

মহামারী ভাইরাসের সচেতনতায় এবার এগিয়ে এলো খুদে অংকন শিল্পিরা

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:– এই মহামারী ভাইরাসের সচেতনতায় এবার এগিয়ে এলো খুদে অংকন শিল্পিরা, বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে করনা সচেতনতা, মূলত এই সচেতনতার মাধ্যমে এলাকা বাসীকে রক্ষা করার লক্ষ্যে এই উদ্যোগ, এই ভাবনাকে সামনে রেখে গত ১৬ই এপ্রিল থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শুরু হয়েছে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের নিয়ে অনলাইনে ড্রইং কম্মিটিশন। নিয়ম করা হয়েছে,– করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক ছবি এঁকে যে যার বাড়ির বাইরের দেওয়ালে লাগিয়ে প্রতিযোগিকে সেই ছবির পাশে দাঁড়নো অবস্থায় ফটো তুলে পাঠাতে হবে। একজন প্রতিযোগী প্রত‍্যেক দিন অংশ নিতে পারবে। ২৪ এপ্রিল পর্যন্ত প্রায় ৪৫০ টির মত ছবি জমি পড়েছে। ছাত্র ছাত্রীদের রং তুলির আঁচড়ে ফুটে উঠছে এই মারনঘাতি ভাইরাস বিষয়ক নানা নিয়মবিধি থেকে চিকিৎসকদের পরামর্শ, কি করা উচিত কি করতে নেই ইত‍্যাদী সচেতন মূলক চিত্র। এখনো পর্যন্ত ৪৮ জন পুরস্কারের জন্যে নির্বাচিত হয়েছে। এছাড়াও যতজন অংশ নেবে সবাইকেই স্মারক উপহারের ব‍্যবস্থা থাকছে বলে উদ‍্যোগী সংস্থা সংকেতের পক্ষ হতে জানানো হয়েছে। পরিবেশ স্বাভাবিক হলে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এই আয়োজন ঘিরে আঁকিয়েদের মধ্যে উৎসাহ উল্লেখযোগ্য। ঘরবন্দী দশায় সকাল হলেই রং তুলি নিয়ে বসে পড়ছে। বাড়ির বাইরে লাগানো এই ছবিগুলিও সেই এলাকায় সচেতনতায় বাড়তি মাত্রা যোগ হয়েছে। ভিন্ন জেলার সাথে ভিন রাজ‍্য থেকেও উৎসাহীরা ছবি পাঠাচ্ছে। আর এই উদ্যোগকে দেখে যথেষ্ট আপ্লুত হয়েছে সমাজ সেবী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা।

Related Articles

Back to top button