গ্রামের পাতায়
স আইটিইউ নেতা ভাস্কর মান্না শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি, রাধাপুর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান, সিপিঅাইএম মুগবেড়িয়া লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক তথা সিঅাইটিইউ নেতা ও প্রবীণ পার্টি সদস্য ভাস্কর মান্না(৭০) বার্ধক্যজনিত রোগভোগের পর গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে অান্দোলন ও সংগ্রামের মাধ্যমে জনজীবনে প্রতিষ্ঠা লাভ করেন।তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য নেতা হিমাংশু দাস, জেলা নেতৃত্ব ভরত মাইতি, বিষ্ণুহরি মান্না প্রমুখ নেতৃবৃন্দ।
সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে পরিবারবর্গ কে সমবেদনা জ্ঞাপন করেন।